বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবনায় দোয়া ও মিলাদ মাহফিল
পাবনা প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্নার মাগফিরাত কামনা করে পাবনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী প্রজন্ম দলের আয়োজনে বড় বাজার সংলগ্ন পানির ট্যাংক কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে সাবেক যুবদল নেতা মতিয়ার রহমান হীরা বলেন- বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে দেশের যে অপূরনীয় ক্ষতি হলো তা কোন কালেই পূরণ হবার নয়।
আমরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বড়ব্রীজ সংলগ্ন সাংস্কৃতিক চত্বরে ও পানির ট্যাংক সংলগ্ন কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছি।
তিনি দোয়া ও মিলাদ মাহফিলে পাবনা জেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত হবার জন্য
আমন্ত্রণ জানিয়েছেন।
