ঢাকাবৃহস্পতিবার , ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনা-৫ আসনের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বিনিময় সভা অনুষ্ঠিত

admin
নভেম্বর ৪, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে পাবনা-৫ আসনের বিএনপির নেতৃবৃন্দের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ নভেম্বর) দুপুরে পাবনা পিসিএস রেস্টুরেন্টের সেমিনার কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ, হারুন অর রশীদ, মমতাজ উদ্দিন মুন্তাজ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব সাইফুল ইসলাম বাদশা, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয় যুক্ত করতে হবে। দলের মধ্যে কোন হিংসা- বিদ্বেষ- মতভেদ সৃষ্টি করা করা যাবে না। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে দলের মনোনীত প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করতে হবে। ধানের শীষের প্রার্থীরা বিজয় লাভ করলে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন করলে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবে। দেশের মানুষ শান্তিতে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।