ঢাকাবৃহস্পতিবার , ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হৃদয়ে পাবনার আয়োজনে ৬ দিনব্যাপি “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা” শুরু হয়েছে

admin
অক্টোবর ৩১, ২০২৫ ২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

হৃদয়ে পাবনার আয়োজনে ৬ দিনব্যাপি “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা” শুরু হয়েছে

তামান্না তানজীন জান্নাতী, বাংলার মুখ: পাবনায় ১৫ অক্টোবর থেকে পাবনা জেলার ১৯৭ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৬ দিনব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এই মেলা চলবে আগামী ২০ অক্টোবর পযর্ন্ত। ১৫ অক্টোবর রাত ৮ টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক বিভাগীয় প্রধান প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবীদ ও সমাজসেবক অধ্যক্ষ (অব.) মাহাতাব উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা মহিলা কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান কথাসাহিত্যিক আখতার জামান, দৈনিক সিনসার সম্পাদক এস.এম. মাহবুব আলম, কবি ও সাংবাদিক ছিফাত রহমান সনম, এম এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর আলম ফারুক, দৈনিক খবর বাংলার প্রকাশক শামীম আহমেদ, তারুণ্যের অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা সভাপতি জুবায়ের খান প্রিন্স।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, হৃদয়ে পাবনার সভাপতি সাংবাদিক আর কে আকাশ এবং উদ্যোক্তা সৈয়দা সোনিয়া খাতুন। অনুষ্ঠান সঞ্চলনা করেন, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।