৫ দফা দাবিতে হবিগঞ্জে ভূমিহীন আন্দোলনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত
২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ ভূমিহীন আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৫ দফা দাবিতে ভূমিহীন আন্দোলনের মানববন্ধন ও জেলা প্রশাসক
বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ মতিন শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয়
সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, মোছাম্মদ সুমি আক্তার, মোছাম্মদ রুমা আক্তার, মোহাম্মদ কাউসার,
মোহাম্মদ রাসেল, ময়না প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখিত ৫ দফা দাবি হচ্ছে১) ভূমি ও কৃষি সংস্কার কমিশন করতে হবে।
২) ফসলী মাঠে অধিক হারে বজ্র নিরোধক দন্ড স্থাপন করতে হবে।
৩) ভূমিদস্যুদের কাছ থেকে খাস জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টন করতে হবে।
৪) জলদস্যুদের কাছ থেকে জলমহল উদ্ধার করে জেলেদের মাঝে বন্দবস্তপ্রদান করতে হবে।
৫) সকল ভূমিহীন, অসহায়, নদীভাঙ্গা ও দরিদ্র মানুষদের টিসিবি কার্ডের আওতাভুক্ত করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি
