নিজস্ব প্রতিবেদক: একুশ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ও দখলদারিত্ব মুক্ত রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের অংশীদারের প্রয়োজন আছে এবং ছাত্রদল শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করবে বলে জানান পাবনা জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও সসরকারি শহীদ বুলবুল কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির হাসান তুহিন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির জন্যও তিনি কাজ করছেন। পাবনা মিডিয়ার নিজস্ব প্রতিবেদকের সাথে এক সাক্ষাৎকারে তিনি একথাগুলো বলেন।
তিনি বলেন, ছাত্র রাজনীতি বন্ধ করা কল্যাণকর হবে না। ছাত্রদের রাজনীতি সম্পর্কে সচেতন থাকতে হবে। যাতে পরবর্তীতে কোন ফ্যাসিস্ট ক্ষমতায় না আসতে পারে। ভর্তি, টেন্ডারবাজি ও সিট বাণিজ্যের রাজনীতি আমরা করতে চাই না। সরকারি শহীদ বুলবুল কলেজে আমরা ছাত্রদলের একটি আদর্শিক ও মেধাবীদের নেতৃত্ব আনতে কাজ করছি।
তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা বৃহৎ সংগঠন। ক্যাম্পাসে ছাত্রদলে শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। শৃঙ্খলা সম্পর্কে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি আমরা।
