ঢাকাসোমবার , ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এক ব্যক্তির কিডনিতে ২০৬ পাথর

admin
মে ২৭, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ছয় মাস তীব্র যন্ত্রণা ভোগের পর ভারতের হায়দ্রাবাদের এক পুরুষ খানিকটা স্বস্তি পেয়েছেন। প্রায় এক ঘণ্টা অপারেশন চালিয়ে চিকিৎসকরা ৫৬ বছরের ওই পুরুষের কিডনি থেকে ২০৬টি পাথর অপসারণ করেছেন। আওয়ারে গ্লেনেগলস গ্লোবাল হাসপাতালের চিকিৎসকেরা ভিরামাল্লা রামালাকসমাইয়ার কিডনি থেকে এসব পাথর অপসারণ করেন। নালগোন্দা এলাকার এই বাসিন্দার পেটে কিহোল সার্জারি করা হয়। এর আগে তিনি স্থানীয় এক চিকিৎসকের দেওয়া ওষুধ অনুসরণ করতেন তিনি। এতে কেবল সাময়িকভাবে ব্যাথা দূর হতো তার। তবে এই তীব্র ব্যাথা তার প্রাত্যহিক জীবনে ব্যাঘাত ঘটাতে শুরু করে। নিজের কাজ দক্ষতার সঙ্গে করতে পারছিলেন না তিনি। আওয়ারে গ্লেনেগলস গ্লোবাল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ইউরোলোজিস্ট ড. পুলা নবীন কুমার বলেন, ‘প্রাথমিক পরীক্ষা এবং আল্টাসাউন্ড স্ক্যানে ওই ব্যক্তির কিডনির বাম পাশে একাধিক পাথরের উপস্থিতি দেখা যায় এবং পরে সিটি কাব স্ক্যানেও তা ফের নিশ্চিত হওয়া যায়।’ ওই চিকিৎসক জানান, রোগীকে কাউন্সেলিং করা হয় এবং এক কিহোল সার্জারির জন্য প্রস্তুত করা হয়। এই সার্জারিতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। এই সময়ে এসব পাথর অপসারণ করা হয়। সার্জারি প্রক্রিয়ায় ডা. নবীন কুমারকে সহায়তা দেন ইউরোলোজিস্ট কনসালটেন্ট ডা. ভেনু মানে, অ্যানেস্থেজিওলজিস্ট ডা. মোহন এবং নার্স ও সাপোর্ট স্টাফ টিমের অন্য সদস্যরা। ভিরামাল্লা রামালাকসমাইয়া সার্জারির পর ভালোভাবে সেরে উঠেছেন। আর দ্বিতীয় দিনেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, গ্রীষ্মের অতিরিক্ত গরমে মানুষের পানিশুন্যতার ঘটনা বাড়ে। এতে করে কিডনিতে পাথর জমা হতে পারে। তারা মানুষকে বেশি করে পানি, ডাব খাওয়ার পরামর্শ দেন, যাতে করে পানিশুন্যতা এড়ানো সম্ভব হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।