আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়ালেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও এস.এস.এন.এইচ ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান আবু সাঈদ খান।
রবিবার বেলা ১২টায় পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের শ্রীপুর-নলদায় সহা¯্রাধিক শীতার্তদের মাঝে নিজ অর্থায়নে কম্বল বিতরণ করেন ভাঁড়ারা ইউনিয়ন পরিষদে বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান আবু সাঈদ খান।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহŸান জানান। যে কোনো অপরাধমূলক কর্মকান্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।
এসময় ভাঁড়ারা ১,২,৩ ওয়ার্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেলাল সর্দার, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের সদস্য শামসুল ইসলাম, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, মো. আমিরুল ইসলাম, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস, মো. শামসুল মেম্বার, মেহেদী হাসান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আসাদ, পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কামাল উদ্দিন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জুনায়েদ উদ্দিন জনি, ১,২,৩ ওয়ার্ড ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র সহ-সভাপতি মো. শাহীন, ৭,৮,৯ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. জনি, সাধারণ সম্পাদক সাইফুল, আওয়ামী লীগ নেতা ইউনুস মোল্লা, আনোয়ার মাস্টার, আফতাব শেখ, ইব্রাহিম প্রামাণিক, বাবুল কাজী, নাদের বিশ্বাস, লোকমান, শাহীন কাজী, অপু, আলমগীর, ইকবাল, আহসান হাবীবসহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।