সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মতিয়ার রহমান হীরার শোক প্রকাশ
বাংলার মুখ : বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক যুবদল নেতা মতিয়ার রহমান হীরা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তার পক্ষ থেকে এক বিবৃতিতে শোক জানানো হয়। বিবৃতিতে জানানো হয়- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অদ্য ভোর ৬ টায় ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমাইছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমার মৃত্যুতে মতিয়ার রহমান হীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মতিয়ার রহমান হীরা বলেন- বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে। তাহার মৃত্যুতে দেশের যে অপূরনীয় ক্ষতি হলো তা কোন কালেই পূরণ হবার নয়।
এছাড়াও তার আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বড়ব্রীজ সংলগ্ন সাংস্কৃতিক চত্বরে ও পানির ট্যাংক সংলগ্ন কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য- মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। কিডনি, হৃদরােগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস যাবত তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
