সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর তোপখানা রোডে মেহরাব প্লাজা রাষ্ট্র সংস্কার আন্দোলন অডিটোরিয়ামে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)-এর উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের শুরুতে মরহুমের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এসময় সাংবাদিক শিবলীর স্মৃতিচারণ করে বক্তব্য দেন- শাহরিয়ার নাঈম সদস্য সচিব মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি ও সোহাগ খান যুগ্ম আহ্বায়ক, মোসা: সাজু (মাতৃভূমির খবর), শরীফুল ইসলাম (ন্যাশনাল লেবার পার্টি), শেখ নাসির উদ্দিন (সাধারণ সম্পাদক, ভূমিহীন আন্দোলন), জহিরুল ইসলাম সাগর, সৈয়দ আলী আহসান লিটন (প্রোগ্রাম ম্যানেজার, চ্যানেল এস), ইসমাইল হোসেন। এ সময় আর উপস্থিত ছিলেন মো: মিছবাহ উদ্দীন (দৈনিক নিরপেক্ষ)। সামিউল আলম রাসু যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, সোলায়মান সুমনসহ মাল্টিমিডিয়া রিপোর্টার্স বৃন্দ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ রাকিব। অনুষ্ঠান সঞ্চালনা ছিল জহিরুল ইসলাম রাতুল।
