ঢাকারবিবার , ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

admin
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

পাবনায় ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আর কে আকাশ, পাবনা: পাবনায় ইছামতি নদী পাড়ের ৪টি রেকর্ডধারী বৈধ বসতিদের জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন নদী পারের ক্ষতিগ্রস্থ বৈধ বসতি ও জমির মালিকেরা। ইছামিত নদী পারের পৌর এলাকার শতাধিক পরিবারের নারী-পুরুষ এই বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
বুধবার (১০ সেপ্টেম্বর ) বেলা ১১টায় পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে এই বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।

এসময় নদী পারের ক্ষতিগ্রস্থ বসতিদের পক্ষে একত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, পি.পি. (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) মো. নাজমুল হোসেন শাহিন, বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মাসুদুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক মো. আল মাসুদ রিজভী প্রমুখ।

বক্তারা বলেন, শত বছর ধরে পাবনা ইছামতি নদীর দুই পাড়ে বৈধ জমি ক্রয় করে পৌর এলাকার কয়েক শতাধিক পরিবার বসবাস করে আসছেন। সরকারের নিয়ম মেনে খাজনা খারিজ দিয়ে আসছেন তারা। নদীপাড়ের শতাধিক পরিবারের এই সকল জমি চারটি রেকর্ড অন্তভুক্ত। কিন্তু ইছামতি নদী পুনর্জীবিত খনন কাজ শুরু করলেও বৈধ বসতিদের জমি অধিগ্রহণ না করেই উচ্ছেদ করছেন প্রশাসন। আইনগত সমাধানের জন্য ক্ষতিগ্রস্থরা আদালতের শরানাপন্ন হওয়ার পরেও বসত ভিটা হারোনো আতঙ্গে তাদের দিন কাটছে।
তাই নদী পাড়ের বৈধ বসতিদের অবৈধভাবে উচ্ছেদ কার্যক্রম বন্ধসহ বৈধ জমির মালিক ও দাবিদারদের জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবি করেন তারা। একই বর্তমান সরকার প্রধান ও সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনের কাছে বিষটি দ্রত সমাধানের আবেদন করেন। যদি এই দাবি বাস্তবায়ন না করা হয় তবে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আর কে আকাশ
পাবনা প্রতিনিধি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।