ঢাকাবৃহস্পতিবার , ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার প্রাপ্ত কর্মকর্তা করছেন কৃষকের অর্থ লোপাট

admin
নভেম্বর ৮, ২০২২ ১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ থেকে : ২০২১-২২ অর্থ বছরে সিরাজগঞ্জ সদর উপজেলায় কৃষি খাতে বরাদ্দকৃত কৃষি প্রণোদনা ও প্রশিক্ষণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে সদ্যপ্রাপ্ত বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কারপ্রাপ্ত ও উপজেলা কৃষি কর্মকর্তা রুস্তম আলী এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের নামে।
অভিযোগ সূত্রে জানা যায়, রুস্তম আলী ও ইমরান হোসেনের যোগসাজশে প্রশিক্ষণ ও প্রণোদনার ভুয়া তালিকা বানিয়ে তুলে নেয়া হয়েছে টাকা, বীজ, সারসহ অন্যান্য উপকরণ।
চরাঞ্চলে কৃষির মান উন্নয়নের জন্য ২০২১-২২ অর্থবছরে ১) রাজস্ব অর্থায়নে প্রদর্শনী বাস্তবায়ন। ২) এনএটিপি। ৩) রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্প। ৪) ধান-গম-পাট বীজ উৎপাদন, বিতরণ ও সংরক্ষণ। ৫) ডাল-তেল-মসলা উৎপাদন, বিতরণ ও সংরক্ষণ। ৬) খামার যান্ত্রিক করন। ৭) পতিত ও ঘড়ের আঙিনায় সবজি/পুষ্টি বাগানের  ৭ টি প্রকল্পের আওতায় উচ্চ ফলনশীল জাতের ধান, পাট, সরিষা, ভুট্টা, মাসকলাই, বাদাম ও বীজসহ অন্যান্য ফসলের প্রযুক্তি প্রদর্শনী স্থাপন ও প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণের জন্য জেলার অধিকাংশ বরাদ্দ দেয়া হয় চরাঞ্চলে ।
কিন্তু এবারে সদর উপজেলার কিছু এলাকায় প্রশিক্ষন ও সার-বীজ দেয়া হলেও সদর উপজেলার আওতাধীন যমুনার চরের মেছড়া, রুপসা, কাওয়াখোলা সহ বেশ কয়েকটি চরে নয়-ছয় করে ভুয়া তালিকা বানিয়ে   টাকা, সার ও বিভিন্ন প্রকার বীজ আত্মসাৎ করেছে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুস্তম আলী ও মেছড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন।
এ বিষয়ে তালিকায় থাকা নাসির উদ্দীন, আলতাব হোসেন, হাসিনা খাতুন সহ বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা জানান, তালিকায় নাম থাকার বিষয়ে কিছুই জানেন না তারা। এমনকি বিগত কয়েক বছরের মধ্যেও পাননি কোন কৃষি প্রশিক্ষণ বা কৃষি প্রণোদনা। কৃষকরা আক্ষেপ করে আরো বলেন, প্রান্তিক চর হাওয়ায় কৃষি কর্মকর্তারা আসেন না এদিকে, তাই সরকারি সুযোগ সুবিধা সহ নানা পরামর্শ থেকে বঞ্চিত হন তারা। তাই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এসকল ঘটনার সুষ্ঠু তদন্তের জোর দাবি জানান তারা।
সদর উপজেলার মেছড়া ইউনিয়নের তিনটি ব্লকে তিন জন দায়িত্ব থাকার কথা থাকলেও সদর উপজেলা কৃষি  কমর্কর্তার যোগসাজশে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন মেছড়া তিনটি ব্লকের তিনজনের দায়িত্ব তিনি একাই পালন করেন এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তাকে সাথে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বরাদ্দকৃত  সার বীজ ও প্রনোদনা প্রশিক্ষণের টাকা আত্মসাৎ করে। এবিষয়ে কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সাথে কথা বললে তিনি বলেন কৃষকরা সকল প্রনোদনা ও প্রশিক্ষন নিয়ে তা অস্বীকার করছে।
আর উপজেলা কৃষি কর্মকর্তার কাছে প্রশিক্ষন ও প্রনোদনার তালিকা চাইলে প্রথমে দিতে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে তথ্য অধিকার আইনে তথ্য চাইলে নিজেকে বাঁচাতে তার মনমত করে অসম্পূর্ণ তথ্য দেন এবং সব অনিয়মের কথা অস্বীকার করে বলেন, এমন অভিযোগ করার সুযোগ নেই। আমি নিজে তদারকি করে তা বাস্তবায়ন করেছি।
এ বিষয়ে জেলা কৃষি কর্মকর্তা বাবুল কুমার সূত্রধর জানান, কৃষিকে সমৃদ্ধ করা ও কৃষকদের কথা চিন্তা করে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দেয়। যদি কেও ক্ষমতা অপব্যবহার করে টাকা লোপাট করে তা অবশ্যই দণ্ডনীয় অপরাধ। এমন ঘটনার সত্যতা পেলে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে ২০২১-২০২২ অর্থবছরের যমুনার চরের বরাদ্দকৃত টাকার পরিমান ও কতজন কৃষক কে সাতটি প্রণোদনের আওতায় এসকল কিছু বিতরণ করা হয়েছে এবিষয়ে একাধিকবার তথ্য চাইলেও সঠিক কোনো তথ্য সদর উপজেলা কৃষি কর্মকর্তা এবং জেলা কৃষি কর্মকর্তা দেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।